Site icon Jamuna Television

শনিবারের মধ্যে সব জিম্মির মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে: ট্রাম্প

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পশিম তীরে হামলার জেরে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিলো হামাস। এমন ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসকে গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে, নাহলে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন। তারপর গাজা জাহান্নাম হয়ে যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

ট্রাম্প বলেন, ‘আমি চাই বন্দিরা একসঙ্গে মুক্তি পাক, ধাপে ধাপে নয়। আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই।’ গত ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প গাজার ২২ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার প্রস্তাব দেন।

তবে ইসরায়েলের আরব প্রতিবেশী মিশর ও জর্ডান মনে করছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তরের যেকোনো পরিকল্পনা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসার অধিকার থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘না, তাদের তা থাকবে না কারণ তারা আরও ভালো আবাসন পাবে।’

/এআই

Exit mobile version