Site icon Jamuna Television

গোপালগঞ্জে প্রবাসী নারীর ব্যক্তিগত জায়গায় বানানো ঘর সরকারি দাবি করে উচ্ছেদের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরের সালিনাবক্স গ্রামে আমেরিকা প্রবাসী এক নারীর ব্যক্তিগত জায়গায় করা ঘর সরকারি দাবি করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বর্ডার এলাকার ওই বাড়িটি সম্প্রতি তহশীলদারের নেতৃত্বে ভেঙে ফেলা হয়েছে।

প্রবাসী নারী ও তার স্বজনদের অভিযোগ, মুকসুদপুরের সালিনাবক্স গ্রামের আমেরিকা প্রবাসী রিনা পারভিন পৈতৃক জমিতে একটি আধাপাঁকা ঘর নির্মাণ করেছিলেন। পারিবারিক শত্রুতার জেরে তার ভাইয়ের ছেলেরা প্রশাসনকে ভুল বুঝিয়ে ও ক্ষমতার দাপটে জমিটি সরকারি বলে অভিযোগ করে।

পরে প্রশাসন বাড়িটি ভেঙে ফেলে। তবে ঘর ভাঙার আগে ওই নারীকে কোনো নোটিশ দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সরকারি জায়গার সীমানায় ঘর তৈরির অযুহাতে ওই নারীর প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি তাদের।

/এনকে

Exit mobile version