Site icon Jamuna Television

বইমেলায় অলীন বাসারের নতুন বই

অমর একুশে বইমেলায় এসেছে অলীন বাসারের নতুন বই ‘ধর্মব্যাধি’। বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন।

‘ধর্মব্যাধি’তে রয়েছে ১৭টি গল্প। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে গল্পগুলো লিখেছেন অলীন বাসার। প্রতিটি গল্পে ফুটে উঠেছে এ সমাজের চিত্র। দৈনন্দিন জীবন যাপনে আমরা যা করতে চাই না কিন্তু অহরহ করতেই থাকি, সেগুলোই বলার চেষ্টা করা হয়েছে গল্পগুলোতে।

অসঙ্গতিগুলো উপস্থাপন করা হয়েছে কিছুটা মজা করে, ছোট ছোট বাক্যে। কল্পনা আর বাস্তবতার মিশ্রণ আছে এতে। প্রতিটা গল্পে এখনকার ভিন্ন ভিন্ন চিত্র, পরিবেশ, পরিস্থিতি চোখে আঙুল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন নাফিস ইফতেখার। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে স্টল ১৯৮, ১৯৯, ২০০, ২০১ পাওয়া যাবে বইটি।

/এএম

Exit mobile version