Site icon Jamuna Television

ভারতে বাংলাদেশি ছাত্রের ডলার ছিনতাই, গ্রেফতার ১

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

ভারতের শিবাজী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বাংলাদেশি ছাত্রের কাছে থেকে ডলার ছিনতাইয়ের অভিযোগে আপন মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে বনগাঁ আদালতে তোলা হলে আদালত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার আপন মন্ডলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল থানা এলাকায়। তিনি কোনো চক্রের সদস্য কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী অমিত মুখার্জি অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরছিলেন তিনি। তিনি পেট্রাপোল বন্দরে আসার পর তার কাছে থাকা ৩০০ ডলার কেড়ে নিয়ে পালিয়ে যায় এক যুবক। এই ঘটনায় পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের বহু যাত্রীরা যাতায়াত করে থাকে। সে কারণে বন্দর এলাকায় অনেক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। ওই এলাকায় অনেকেই কমিশনের বিনিময়ে যাত্রীদের বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্রে ডেকে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, পেট্রাপোল বন্দর এলাকায় অনেকে সহযোগিতার কথা বলে যাত্রীদের ওপর জুলুম ও ভয় ভীতি প্রদর্শন করে অর্থ লুট করে থাকে। বিএসএফ ও পেট্রাপোল বন্দর থানার জানিয়েও সব সময় সহোযোগিতা পান না পর্যটকরা।

/আরএইচ

Exit mobile version