Site icon Jamuna Television

মুন সিনেমা হলকে ১০০ কোটি টাকা দিতে আবারও নির্দেশ

৩০ জুনের মধ্যে মুন সিনেমা হলকে ১০০ কোটি টাকা দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আবারও নির্দেশ দিলেন আপিল বিভাগ। অন্যথায় দুই মন্ত্রণালয়ের সচিবকে আদালতে হাজির হতে হবে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ দেয় এই নির্দেশ।

শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এবং জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। ৯ ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাতে ব্যর্থ হয়। সোমবার আদালতে অ্যাটর্নি জেনারেল টাকা পরিশোধের জন্য আরও ৪ মাস সময় বৃদ্ধির আবেদন করেন। কিন্তু, আদালত শেষবারের মতো ১০০ কোটি টাকা পরিশোধ করতে অর্থ মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। মুক্তিযুদ্ধের সময় পুরান ঢাকার পরিত্যক্ত মুন সিনেমা হলের মালিকানা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দেয়া হয়। পরে এক সামরিক ফরমানে বলা হয়, সরকার কোনো সম্পত্তি পরিত্যক্ত করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলে অবৈধ ক্ষমতাগ্রহণ সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়।

গত ১৮ জানুয়ারি ৩ কিস্তিতে টাকা পরিশোধে নির্দেশ দেন আদালত, যা এখনো পালিত হয়নি।

Exit mobile version