Site icon Jamuna Television

গুমের ঘটনায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে

ফাইল ছবি

বিগত সরকারের সময় গুমের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এ মামলায় হাজিরা দিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালেই তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে, গত ৬ জানুয়ারি গুমের এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো ট্রাইব্যুনাল।

এর মধ্যে, যাকে গ্রেফতার করা সম্ভব, তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেয়া হয়েছিল গত ৬ জানুয়ারি।

/এনকে

Exit mobile version