Site icon Jamuna Television

ছবিতে আয়নাঘর

‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায়।

আয়নাঘরের কয়েকেটি ছবি:

আয়নাঘরে টর্চার সেল দেখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেয়ালে লেখা সাংকেতিক চিহ্ন দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা।

আয়নাঘরের মধ্যে গোপন বন্দিশালা।

আয়নাঘরের মধ্যে বদ্ধ ছোট কক্ষ।

আয়নাঘরের মধ্যে বদ্ধ আরেকটি ছোট কক্ষ।

আয়নাঘরের মধ্যে অন্য আরেকটি গোপন ছোট বন্দিশালা।

ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এখানেই আটকে রাখা হয়েছিল।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আটক ছিলেন এই কক্ষে।

ভুক্তভোগী প্রধান উপদেষ্টাকে দেখাচ্ছেন, তার মাকে এখানে আটকে রাখা হয়েছিল, যখন তার বয়স ১১ বছর ছিল।

আয়নাঘরে ইলেকট্রিক শক দেয়ার চেয়ার। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।

/এসআইএন/এমএন

Exit mobile version