অমর একুশে বইমেলা ২০২৫-এ এসেছে লেখক ও সাংবাদিক অলাত এহ্সানের সাক্ষাৎকারমূলক বই ‘দশ কথা’। বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস।
‘দশ কথা: বিশিষ্টজনের মুখোমুখি’ মূলত খ্যাতিমান দশ ব্যক্তিত্বের সাক্ষাৎকার বা আলাপচারিতার বই। সংকলন ও সম্পাদনা করেছেন অলাত এহ্সান।
ফ্ল্যাপে লেখা রয়েছে– বইতে দশজন কৃতি মানুষের এগারোটি সাক্ষাৎকার সংকলিত হয়েছে, তাদের মধ্যে সম্ভবত একজন ছাড়া বাকি নয়জনের সাক্ষাৎকার এর আগে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই তালিকায় আছেন বাংলাদেশ ও ভারতের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, গবেষক, সংগঠক, শিল্পী; যারা প্রত্যেকেই আপন দ্যুতিতে ভাস্বর।
ফ্ল্যাপে আরও উল্লেখ রয়েছে– এসব সাক্ষাৎকারগুলো বরেণ্য ব্যক্তিদের ‘হাঁড়ির খবর’ দেয়ার পাশাপাশি পাঠককে একটু থির হয়ে নিজেদের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাববার অবকাশ দেবে।
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আজহার ফরহাদ। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৪৯০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ১১৮, ১১৯ স্টল থেকে পাওয়া যাবে বইটি।
/এএম
Leave a reply