Site icon Jamuna Television

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করবে বৈষম্যবিরোধীরা

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে।

পাশাপাশি নিজেদের নির্ধারিত সময়ে সারাদেশে জেলা, উপজেলা, ইউনিয়নে আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আবুল কাশেম আজ বুধবার বিকেল তিনটায় মারা যান।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র কর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা নিজেদের কর্মীরা হামলার শিকার হয় বলে দাবি করেছিল বৈষম্যবিরোধীরা।

/এমএন

Exit mobile version