Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনায় রাজি পুতিন-জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুই প্রেসিডেন্টের সাথেই তার ফোনালাপ হয়। এই ইস্যুতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলাদা দুটি পোস্ট দেন পুতিন।

পোস্টে পুতিনের সাথে দীর্ঘ এবং কার্যকর আলাপের কথা জানান ট্রাম্প। এই কথপোকথনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের পোস্ট।

ট্রাম্প বলেন, শীর্ষ মার্কিন কর্মকর্তাদের এরইমধ্যে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প-পুতিন একে অপরকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান। শিগগিরই সৌদি আরবে দুই নেতার সাক্ষাৎ হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে স্পষ্ট করেননি দিন-তারিখ।

/এমএইচআর

Exit mobile version