Site icon Jamuna Television

আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হোস্টিং সামিট

দেশের হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৭ম বারের মতো হোস্টিং সামিট আয়োজিত হতে যাচ্ছে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই সামিটের আয়োজন করা হয়েছে। সামিটের আয়োজক প্রতিষ্ঠান আলফা নেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এই সামিটে দেশের ওয়েব হোস্টিংয়ের সার্বিক উন্নতি, সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা ও এর সমাধান নিয়ে আলোচনা হয়ে থাকে। দেশের ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানীর প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তাগণ এই সামিটটিতে অংশগ্রহণ করবেন। এছাড়া, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডসহ কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সামিটটির আহ্বায়ক মো. একরামুল হায়দার বলেন, সামিটে অবকাঠামো, এআই, সাইবার নিরাপত্তা এবং কর্মশক্তি উন্নয়নের ওপর বিশদ আলোচনা করা হবে। এছাড়াও এই সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, এবং অন্তরায়গুলো নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হবে।

/আরএইচ

Exit mobile version