Site icon Jamuna Television

নিজ দেশের নাগরিকদের হজ পালনে যেসব শর্ত দিল সৌদি প্রশাসন

এবার হজ পালনে নিজ দেশের নাগরিকদের একাধিক শর্ত দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধু তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেয়া হবে। তবে হজযাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। এবারের হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না। খবর, গালফ নিউজের।

আরও যেসব আনুসঙ্গিক বিধিমালা দেয়া হয়েছে সেগুলো হলো, জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে যারা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এ ছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই করতে হবে রেজিস্ট্রেশন।

হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এ ছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

হজের অনুমোদন যাদের দেয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময় সঙ্গে রাখতে হবে এই কাগজটি। নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি প্রদান করা যাবে না।

/এমএইচআর

Exit mobile version