Site icon Jamuna Television

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ করেসপনডেন্ট: 

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামী শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকার অর্থদণ্ডও দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে। 

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী  ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছে আদালত। 

মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগ পত্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০১৬ সালে শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার  শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে  অনিল রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলা চলাকালে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত।  সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারকে  আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। 

/এমএইচ

Exit mobile version