Site icon Jamuna Television

দুইশ কোটি টাকার অবৈধ সম্পদ মুস্তফা কামালের পরিবারের, সন্দেহজনক লেনদেন হাজার কোটি

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবারের সদস্যদের প্রায় দুইশ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তাদের ব্যাংক হিসাবে প্রায় ১ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুদকের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলের প্রভাবশালী ব্যক্তি ছিলেন আ হ ম মুস্তফা কামাল। ৫ আগস্টের পর মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

দুদক জানিয়েছে, মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরা কামাল, ছেলে কাশফীক কামাল ও মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এরমধ্যে মুস্তফা কামালের অবৈধ সম্পদ সাড়ে ২৭ কোটি টাকা এবং ব্যাংকে সন্দেহজনক লেনদেন করেছে ৪৪৬ কোটি টাকা।

সাবেক এই মন্ত্রীর স্ত্রী কাশ্মীরা কামালের অবৈধ সম্পদ ৪৪ কোটি টাকা এবং ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৪ লাখ টাকা। ছেলে কাশফীক কামালের অবৈধ সম্পদ ৩১ কোটি ৭৮ লাখ টাকা এবং ১৭৭ কোটি ৪৮ লাখ টাকা সন্দেহজনক লেনদেন করেছে ব্যাংক অ্যাকাউন্টে। মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদ ৬২ কোটি ১৪ লাখ টাকা এবং ২০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছে।

/এমএইচ/এমএন

Exit mobile version