Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে টাইগাররা

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। অনেকেই শুরু করেছে অনুশীলনও। গত কয়েক দিন মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।

সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যম্পিয়নস ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে পাকিস্তান যাবে শান্তরা।

/এমএইচআর

Exit mobile version