Site icon Jamuna Television

আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে: উপদেষ্টা আসিফ

ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও প্রকাশিত হয়েছে। তেমনি আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হবে। ফলে ফ্যাসিবাদী শক্তি আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি তা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। তবে তাতে লাভ হবে না। কারণ আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে সব ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তরুণরা জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না। ঐক্যের শক্তিতে নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version