Site icon Jamuna Television

কোন দল বা ব্যক্তির প্রতি বিশেষ নজর নেই: সিইসি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় কমিশন। কোন দল বা ব্যক্তির প্রতি বিশেষ নজর নেই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

নির্বাচনী কর্মশালায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যে চারদিন আপনারা দায়িত্ব পালন করবেন তা যেনো প্রশ্নের উর্ধ্বে থাকে।

সিইসি আরও বলেন, সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্বপালনে নির্বাচন কমিশন স্বাধীন। সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে কাজ করতে হবে। কারো প্রতি রাগ বা অনুরাগ হওয়ার অভ্যাস আপনাদের নেই। তবু আচরন ও কাজে মানুষের মনে যেন আস্থার পরিবেশ তৈরী হয়। এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান

 

Exit mobile version