Site icon Jamuna Television

জন এফ কেনেডি হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ২৪০০ নথি পেয়েছে এফবিআই

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির ১৯৬৩ সালের হত্যাকাণ্ড সম্পর্কিত নতুন ২ হাজার ৪শ’ নথি খুঁজে পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থ (এফবিআই)। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের অনুসরণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ট্রাম্প কেনেডির মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নথিগুলো প্রকাশের নির্দেশ দেয়া হয়েছিলো। এফবিআই নথিগুলোর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

তবে জাতীয় আর্কাইভে ইতিমধ্যেই কেনেডি হত্যাকাণ্ড সংক্রান্ত ৫০ লাখের বেশি পৃষ্ঠার নথি সংরক্ষিত রয়েছে যার অনেকাংশই জনসাধারণের জন্য উন্মুক্ত।

নথিগুলো প্রকাশের উদ্যোগ নেওয়ার পর বিদ্যমান রেকর্ডগুলোর একটি উন্নত সূচি তৈরি করা হয়েছে যা নতুন নথি আবিষ্কারে সহায়তা করেছে। ২০২০ সালে এফবিআই সেন্ট্রাল রেকর্ডস কমপ্লেক্স চালু করেন, সেখানে দেশজুড়ে বিভিন্ন ফিল্ড অফিস থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ, পরিবহন ও তালিকাভুক্ত করার প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে সম্পন্ন করা হয়।

লী হার্ভে অসওয়াল্ডকে কেনেডিকে হত্যার ঘটনায় একমাত্র হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তবে এ ঘটনার পর থেকে বহু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে, হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে ২৪ বছর বয়সী অসওয়াল্ড মেক্সিকো সিটিতে সোভিয়েত ও কিউবান দূতাবাস পরিদর্শন করেছিলেন।

/এআই

Exit mobile version