Site icon Jamuna Television

বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে পারে ইসরায়েল। আগাম এই হামলা নিয়ে ইরানকে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন বাইডেন প্রশাসন এবং বর্তমান ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনেগুলো মূল্যায়ন করে জানা যায় যে এই ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক সপ্তাহ বা মাস বিলম্বিত করবে। এমন হামলার হলে একই সাথে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবেন না’ এবং জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প ইরানের সাথে শান্তিপূর্ণ সমাধান পছন্দ করলেও দেশটির সাথে আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না তিনি।

গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েল বিশ্বাস করে যে অক্টোবরে ইরানে তাদের বোমা হামলা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে, যার ফলে এটি আরও একটি হামলার ঝুঁকিতে পড়েছে দেশটি।

স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বা করবেন।

/এআই

Exit mobile version