Site icon Jamuna Television

ভালবাসা দিবসে পাঠাও নিয়ে এলো ‘এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও’

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও’ ক্যাম্পেইন নিয়ে এসেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম। ক্যাম্পেইনটি আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটিতেপাঠাও কার, ফুড ও পার্সেলে বিভিন্ন অফারস ও ডিস্কাউন্টস থাকছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালবাসা দিবসে পাঠাও ফুড ১৪ টাকায় খাবার পৌঁছে দেবে। এছাড়া আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে  কাপলস ফেবারিটস ট্যাবের রেস্টুরেন্টগুলোতে ৫২ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট দেয়া হবে।

এতে আরও বলা হয়, ভ্যালেন্টাইনে পাঠাও কার ইন্টারসিটি ঢাকার আশপাশে ঘুরতে গেলে ১৪ শতাংশ বা ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হবে।

/আরএইচ

এ ছাড়া, ভালোবাসা দিবসে ব্যস্ততায় অথবা যেকোনো কারণে প্রিয়জনের পাশে থাকতে না পারলেও, পাঠাও পার্সেল আপনার গিফট ইন্সট্যান্টলি পৌঁছে দিবে প্রিয়জনের কাছে। 

Exit mobile version