Site icon Jamuna Television

মিউনিখে ভিড়ের মধ্যে গাড়ি উঠে ২৮ জন আহত

জার্মানির মিউনিখে একটি শ্রমিক ইউনিয়নের সমাবেশে ভিড়ের মধ্যে গাড়ি উঠে অন্তত ২৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিউনিখের সিডলস্ট্রাসে এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সমাবেশ করছিল। এ সময় একটি ‘মিনি কপার’ গাড়ি ইচ্ছাকৃতভাবে সেখানে লোকজনকে চাপা দেয়।

চালক ইচ্ছা করেই এ কাজ করেছে, নাকি ব্রেক আর অ্যাক্সিলারেটর গুলিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে জার্মান দৈনিক বিল্ড।

সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনা যোগ আছে কিনা, কর্মকর্তারা তাও খতিয়ে দেখছেন, স্থানীয় সম্প্রচারমাধ্যম বিআর-কে এমনটাই বলেছেন পুলিশের এক মুখপাত্র।

শুক্রবার জার্মানির দক্ষিণের এই শহরেই হতে যাচ্ছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন, যাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অনেক বিশ্বনেতারই অংশ নেয়ার কথা।

/এআই

Exit mobile version