Site icon Jamuna Television

বাউফলে ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়াও মামলায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত নামা আসামি হিসেবে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন যমুনা নিউজকে জানান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০ জন গ্রেফতার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

/এটিএম

Exit mobile version