Site icon Jamuna Television

দুই ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ লিভারপুল কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট। এভারটনের বিপক্ষে ম্যাচে অশালীন ভাষা ব্যবহারের জন্য তাকে লাল কার্ড দেখান মাইকেল অলিভার।

এই শাস্তির ফলে উলভারহ্যাম্পটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে সাইডলাইনে দাঁড়াতে পারবেন না ৪৬ বছর বয়সী এই ডাচ কোচ। জেমস তার্কোভস্কির ফিনিশিংয়ে ২-২ গোলে ড্র হয় মার্সিসাইড ডার্বিটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’

এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফও। ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদমাধ্যমের সামনে কথা বলার অনুমতি ছিল না।

/এমএইচআর

Exit mobile version