Site icon Jamuna Television

শিশুপ্রহর: বসন্তের সাজে আনন্দে মাতলো ক্ষুদে পাঠকরা

অমর একুশে বইমেলায় বসন্তের রং লেগেছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শিশুপ্রহরের সকাল থেকেই মেলায় কচিকাঁচাদের ভিড় দেখা যায়। সবার সাজ-পোশাকেই ছিল বসন্তের রঙ।

সরজমিনে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে বসন্তের সাজে মেলায় এসেছে শিশুরা। বেলা বাড়ার সাথে সাথে শিশু চত্ত্বরে ভিড় বাড়ে ক্ষুদে বইপ্রেমীদের। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের ছড়া, কবিতা, কার্টুনের বই কিনতে দেখা যায় শিশুদের।

শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শিশুপ্রহর শেষ হয়। এবারের মেলায় সিসিমপুরের আয়োজন না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে শিশুদের জন্য পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তির আয়োজন করে বাংলা একাডেমি।

বইমেলায় প্রতি শুক্র ও শনিবার শিশুপ্রহরের আয়োজন করা হয়ে থাকে। তবে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে শিশুপ্রহরের আয়োজন থাকবে না।

/আরএইচ

Exit mobile version