Site icon Jamuna Television

চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনের আগুন ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হালিশহর এলাকায় প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এই অগ্নিকাণ্ড।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহর এলাকার মুন্সি পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে তা আশেপাশের তিনটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় সেখানে আটকে পড়াদের উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও জানা যায়নি ক্ষতির পরিমাণ।

স্থানীয়রা জানিয়েছেন, গুদামটির পাশে সন্ধ্যায় আতশবাজি নিয়ে খেলছিল কয়েকজন শিশু। এ সময় তাদের ছোঁড়া আতশবাজি গুদাম ঘরটিতে গিয়ে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

/এমএন

Exit mobile version