Site icon Jamuna Television

রূপগঞ্জে পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়িতে আগুন, শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার সময় নজেলের লিকেজ থেকে থেকে গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের  রূপসী থেকে নরসিংদী যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেয়ার সময় সিএনজি ডেলিভারি  নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনে পুরো প্রাইভেটকারটি পুরে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে ভিতরে থাকা শিশু জিহানের মৃত্যু হয়। 

পরে রংধনু সিএনজি পাম্প সংলগ্ন এম হোসেন স্পিনিং মিলের ফায়ার সিস্টেমের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, গাড়িতে আগুন লেগে শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেইয়া হবে বলে জানান তিনি।

/এএস

Exit mobile version