Site icon Jamuna Television

দুই-তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের দাবি নুরের

ফাইল ছবি।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দুই-তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ ও গণমিছিলে তিনি এ দাবি জানান।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণঅধিকার পরিষদ সারাদেশে সোচ্চার থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধে গণঅধিকার পরিষদ কোনও আপস করবে না।

তিনি আরও বলেন, কেউ আদালতে, কেউবা থানায়, কেউ ইউএনও অফিসেও ব্যবসা করছে। বিপ্লবের নামে এই নব্য ব্যবসায়ীদের রুখে দেয়ার আহ্বান জানান ডাকসুর সাবেক এ ভিপি।

/এমএন

Exit mobile version