Site icon Jamuna Television

যমুনা টিভির নাম ব্যবহার করে চাঁদাবাজি, গ্রেফতার ১

যমুনা টেলিভিশনের ভুয়া কার্ড ব্যবহার করে চাঁদাবাজি করায় মনির হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের কলতাবাজার এলাকায় মনির হোসেনের বাসার সামনে থেকে আটক করে র‍্যাব।

তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে আটক করা হয়। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, মনির হোসেন চাঁদাবাজি চক্রের সাথে জড়িত।

জানা গেছে চক্রের আরেক সদস্য মুন্না তার ভাই। নিয়মিত মনির হোসেনের বাসায় যাতায়াত ছিলো সেই মুন্নার। এ চক্র দেশের বিভিন্ন জায়গায় যমুনা টেলিভিশনের নাম ব্যবহার করে জালিয়াতি ও চাঁদাবাজি করে আসছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ থেকে যমুনা টেলিভিশনের নামে দেশব্যাপী চাঁদাবাজি করার দায়ে ফিরোজ খান ও সাখাওয়াত হোসেন রনি নামের দুইজনকে আটক করে র‍্যাব।

/এসআইএন

Exit mobile version