Site icon Jamuna Television

আগে স্থানীয় নির্বাচনে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না: রিজভী

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যেকোনো সংস্কারে বেশি গুরুত্ব দেয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ সুষ্ঠু নিবার্চন পরিচালনা করতে হবে। এর জন্য যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে, তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে তবে তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টির ধারাবাহিকতা বজায় রক্ষা করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী উঠতে হবে। এছাড়াও নিরপেক্ষ নিবার্চনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

/এসআইএন

Exit mobile version