অপারেশন ডেভিল হান্ট; রংপুর বিভাগে গ্রেফতার ৩৪

|

অপারেশন ডেভিল হান্টে রংপুর মহানগরীতে আরও ২ এবং বিভাগের আট জেলা থেকে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার  সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ৭ দিনে বিভাগে মোট ২১১ জনকে গ্রেফতার হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৬,  দিনাজপুরের ৭ নীলফামারীতে ৪,  রংপুর, লাললমিরহট ও পঞ্চগড়ে দুইজন করে এবং ঠাকুরগাঁয়ে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply