Site icon Jamuna Television

আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিলো। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিলো না। এটা ছিলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতারা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন কি না কমিশনের এটি শক্তভাবে তদন্ত করা উচিত। শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পিলখানায় তৎকালীন বিডিআর দরবার শুরু হয়। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের একপর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। সেদিনের ওই হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। পিলখানার ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই সময় লেগে যায় আরও দুইদিন। ২৭ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে।

/এসআইএন

Exit mobile version