ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হয় পরীক্ষা, চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। এবছর বিজ্ঞান অনুষদে এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে।
প্রতিবারের মতো এবারও ৮টি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
/এমএইচআর
Leave a reply