Site icon Jamuna Television

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

ফাইল ছবি।

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, এক শিশুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চারজনকে এইচডিইউ এবং দুই জনকে ওটিতে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গুমাইলে আমজাদ ব্যাপারির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৪ জনই শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই তলা বাড়ির উপরের তলায় দু’সন্তান নিয়ে ভাড়া থাকতেন সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে সেখানে বেড়াতে যান। পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পরে আগুন।

এতে শিশু ও নারীসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়।

/এমএইচ

Exit mobile version