Site icon Jamuna Television

চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী

চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্বকালীন সময়ের মধ্যেই সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করে যাওয়ার প্রত্যাশাও জানান তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ফারুকী বলেন, বাংলাদেশে অনুদানের তৈরিকৃত ছবি মানুষ দেখে না। রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ফান্ড তৈরি করে সিনেমা বানানো উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

তিনি আরও বলেন, দেশে একটি নতুন প্রজন্ম সংস্কৃতি মনা হয়েছে, যারা রাষ্ট্রের কোনো সহযোগিতা নিয়ে বড় হয়নি।নতুনরা সবাই ব্যক্তিগত উদ্যোগে গল্প বলার দিকে এগিয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version