Site icon Jamuna Television

জুলাই চার্টারের ওপর নির্বাচনের তারিখ নির্ভর করছে: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘জুলাই চার্টারের ওপর নির্ভর করবে, আমাদের নির্বাচনের তারিখটা কবে হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‘জুলাই চার্টার’ কী, তা-ও ব্যাখ্যা করেন প্রেস সচিব। বলেন, ছয়টি সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো দিয়েছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ হবে…। আলাপের পর সব দলের ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে, সেটা সবাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো সাইন বা সই করবে। সেই সাইনড ডকুমেন্টটা হবে জুলাই চাটার্ড।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন যে, প্রধান উপদেষ্টা বলেছেন যে, মোস্ট লাইকলি ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে। সে ক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে।

/এমএন

Exit mobile version