Site icon Jamuna Television

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’ নামকরণ

ঢাকা স্টেডিয়াম থেকে আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এবার বঙ্গবন্ধু নাম বদলে এর নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে  ১৯৫৪ সালে নির্মিত হয় স্টেডিয়ামটি। এটি আগে এবং এখনও এক নম্বর জাতীয় স্টেডিয়াম নামেই বেশি পরিচিত।

একসময় এই স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। তবে বর্তমানে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেডিয়ামটি। জানা গেছে, স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

/এমএইচ

Exit mobile version