Site icon Jamuna Television

১০ বছরের নির্মম অত্যাচার-নির্যাতনের জবাব দিবো ৩০ ডিসেম্বর: নজরুল ইসলাম খান

বিএনপির নেতাকর্মীদের উপর গত ১০ বছরে যে নির্মম অত্যাচার-নির্যাতন আর হামলা-মামলা হয়েছে তার কঠোর জবাব দেয়া হবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে। এ মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সকালে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের যে কোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি আরও শক্তিশালী হয়েছে মন্তব্য করে নজরুল ইসলাম খান নেতাকর্মীদের ভোটের দিন এক সাথে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

Exit mobile version