Site icon Jamuna Television

পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :  

অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর৷ 

এর আগে, শনিবার রাতে উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। 

জানা যায়, আলমগীর কবীর পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে উপজলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়েরকৃত হামলা ও ভাঙুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে৷ 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর বলেন, আজ রোববার সকালে আটক আলমগীর কবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে৷ এর আগে তাকে শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়৷

/এটিএম

Exit mobile version