Site icon Jamuna Television

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো সাদপন্থিদের বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর শুরু হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি মাওলানা সাদ কান্ধলোভির বড় ছেলে।

মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আত্মশুদ্ধির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক ও ব্যক্তি জীবনে শান্তি-সমৃদ্ধি।

মোনাজাতে শরিক হতে টঙ্গী ও আশপাশের এলাকা থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকেই চলে বয়ান। বিদেশি মেহমান ও আগত মুসল্লিদের সেই বয়ান তরজমা করে শোনানো হয়। খিত্তায়-খিত্তায় চলে ঈমান-আকিদার তালিম।

মূলত, ইজতেমা শেষে ৭ থেকে ১০ দিনের চিল্লায় যান তালিমের সাথীরা। সেসময় কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে, শেষ মুহূর্তে চলছে সেই শিক্ষা।

এদিকে, আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে, বাড়তি নজরদারি ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে বিভাগ। সাদপন্থিদের ইজতেমায় যোগ দেন ৪৯টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি।

/এনকে

Exit mobile version