Site icon Jamuna Television

নিষেধাজ্ঞায় পড়লেন গ্র্যান্ড স্লাম জয়ী সিনার

ফাইল ছবি

আগামী তিন মাস টেনিসে নিষিদ্ধ থাকবেন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় বৈশ্বিক ডোপ বিরোধী সংস্থা ওয়াডার সঙ্গে সমঝোতা করেই মেনে নিয়েছেন এই নিষেধাজ্ঞা।

এক বছর আগে ডোপ টেস্টে দুবার পজিটিভ হয়েছিলেন সিনার। তার রক্তে নিষিদ্ধ স্টেরয়েড অ্যানাবলিকের উপস্থিতি ধরা পড়ে। ওয়াডা তখন এক বছরের জন্য নিষিদ্ধ করতে চেয়েছিল সিনারকে।

ফিজিওথেরাপিস্টের অসতর্কতায় সিনারের অজান্তে তার শরীরে নিষিদ্ধ শক্তিবর্ধক প্রবেশ করেছে, সিনারের এই যুক্তির কারণেই আপত্তি জানায় আইটিআইএ।

এর আগে, আইটিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল ওয়াডা। সেই আপিল প্রত্যাহার করে কানাডাভিত্তিক সংস্থাটি। শেষ পর্যন্ত কমিয়ে আনা হয় নিষেধাজ্ঞার সময়কাল। সিনারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৯ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৪ মে।

/এনকে

Exit mobile version