Site icon Jamuna Television

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি

৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি নাসা গ্রুপের চেয়ারম্যান, তার স্ত্রী নাসরীন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত।ে

আরও পড়ুন: আমদানি-রফতানির আড়ালে ভয়ঙ্কর জালিয়াতি নাসা গ্রুপের নজরুল ইসলামের

গত ১ জানুয়ারি নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ব্যাংক থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।

/এনকে

Exit mobile version