Site icon Jamuna Television

হবিগঞ্জে বিলের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী খাঞ্জা বিলের তৃতীয় অংশের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে লাখাই উপজেলার শিবপুর ও সন্তোষপুর গ্রামের দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্য সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। আজ সেটি সংঘর্ষে রূপ নিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এর আগে, গত ৮ জানুয়ারি খাঞ্জা বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।

/এসআইএন

Exit mobile version