Site icon Jamuna Television

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৫

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সেমিফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষ ঘটে।

জানা যায়, খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের লক্ষ্য দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় ও চোখে আঘাত লাগে।

পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। যদিও সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয় লাভ করে।

গণিত বিভাগের শিক্ষার্থীরা বলেন, খেলার শুরুর পর থেকেই গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল। তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে প্রতিহত করেছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনার আমরা স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এনকে

Exit mobile version