Site icon Jamuna Television

রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের এক প্রেস রিলিজে জানানো হয়েছে, রাত পৌনে ১১টা সিঙ্গারপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।

এদিকে, মহাজোট থেকে আসন বন্টন নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট নয়, তাদেরকে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন বন্টন নিয়ে আলোচনা শেষে ২৯ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে তালিকা দিয়েছিল জাতীয় পার্টি। কিন্তু মাঝখান থেকে কী হয়েছে, কেনো জাতীয় পার্টির আসন কমছে বাড়ছে তা তাদের জানা নেই।

রাঙ্গা বলেন, উন্মুক্তভাবে নির্বাচন করলেও রাজনীতির স্বার্থে শক্তিশীলী প্রার্থীর পক্ষে কাজ করবে জাতীয় পার্টির নেতাকর্মীরা। চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন চেয়ারম্যান এইচ এম এরশাদ।

Exit mobile version