Site icon Jamuna Television

বইমেলায় থাকছে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা

ফাইল ছবি

অনেক সমালোচনা আর বিতর্ক শেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে থাকছে বিনামূল্যে নারীস্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি স্ট্যাটাসে লেখেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে; সেখানে যেকোনো কারণেই হোক বইমেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো, এটা আমাদের জন্য বেদনার। এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় ও ক্ষোভ আমাদেরও।

তিনি আরও লেখেন– বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল (সোমবার) থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া, অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলার বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পন্সরের সহায়তায় তাদের কার্যক্রম চালালেও নির্ধারিত নীতিমালা মানতে ব্যর্থ হয়েছে। অনুমতি না নিয়ে মেলায় যত্রতত্র বিভিন্ন পণ্য বিক্রি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

একাডেমির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রথম দিকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার সরবরাহ করবে। কিন্তু মেলা কর্তৃপক্ষ দেখতে পায়, প্রতিষ্ঠানটি এসব পণ্যের পাশাপাশি অন্যান্য সামগ্রীও বিক্রি করছে। এতে নিয়ম লঙ্ঘিত হওয়ায় কর্তৃপক্ষ স্টল বন্ধ করে দেয়।

বাংলা একাডেমি স্পষ্ট করেছে, তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কোনো সংকোচ পোষণ করে না এবং বইমেলার নীতিমালা অনুযায়ী বিনামূল্যে ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলা একাডেমি দুঃখ প্রকাশ করেছে।

এর আগে, এদিন দুপুরে অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে দেয় বাংলা একাডেমি। এরপর এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মেলা কর্তৃপক্ষ।

/এএম

Exit mobile version