Site icon Jamuna Television

রাজধানীতে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

মোঃ উমায়েস নামে শারিরীক ও মানসিক প্রতিবন্ধী এক যুবক গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। রাজধানীতে গত শনিবার রাত সাড়ে ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবার।

আজ সোমবার দুপুরে উমায়েসের মা হুসনা শেলী ফেসবুকে ছেলের ছবি পোস্ট করে বন্ধু-পরিচিতজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা চেয়েছেন।

নিখোঁজ হওয়ার সময় উমায়েসের পরনে সাদা গলা বন্ধ সোয়েটার, নীল চেক পাজামা ও পায়ে নীল সেন্ডেল ছিল| সে কথা বলতে ও লিখতে পারে| কেউ তার সন্ধান পেলে ০১৬৭৭১০৭০৩৯ মোবাইল নম্বরে (এস আই আরিফ হোসেন) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Exit mobile version