Site icon Jamuna Television

বাংলাদেশ থেকে আপলোড হওয়া ১ কোটি ১৬ লাখ ভিডিও মুছলো টিকটক

নীতিমালা না মানায় বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কমিউনিটি গাইডলাইন অনুযায়ী যার বেশিরভাগই মুছে গেছে স্বয়ংক্রিয়ভাবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি ও টিকটকের যৌথ আয়োজনে ডিজিটাল নিরাপত্তা সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, টিকটকের আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সিদরা জলিল। জানান, ৯৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে ৯৯ ভাগ ভিডিও আলাদাভাবে সরাতে হয়নি।

এ সময় বিটিআরসি চেয়ারম্যান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে চায়। যেখানে ব্যবহারকারী নিজেই ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতন হবে।

/এনকে

Exit mobile version