ভারতে আলোচিত আইরিশ পর্যটককে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা

|

ছবি: এপি

ভারতে আলোচিত আয়ারল্যান্ডের (আইরিশ) পর্যটককে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন দেশটির আদালত। অভিযুক্ত ৩১ বছর বয়সী ভিকত ভগতকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন আদালত।

দীর্ঘ ৮ বছর বিচারের পর গেল শুক্রবার এ মামলায় দোষী সাব্যস্ত হন ভিকত ভগত। ২০১৭ সালের মার্চে ভারতের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র ‘গোয়ার একটি রিসোর্টে ধর্ষণের পর হত্যা করা হয় ২৮ বছর বয়সী ওই আইরিশ নারীকে।

ময়নাতদন্তে উঠে আসে, মস্তিষ্কে আঘাত আর শ্বাসরোধের কারণে মৃত্যু হয় ওই নারীর। শরীরে পাওয়া যায় ধর্ষণের আলামতও। সেসময় এ ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ। নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতাও জারি করে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply