Site icon Jamuna Television

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলেন্স, আহত ৫

শরীয়তপুর করেসপনডেন্ট

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডোবা এলাকার পদ্মা সেতু ৩০ নম্বর পিলারের ওপরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলার বরাবর গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শিবচরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, পদ্মা সেতুর ওপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

/এনকে

Exit mobile version