Site icon Jamuna Television

৭২ ঘণ্টার মধ্যে কবি গালিবের মুক্তির দাবি

৭২ ঘণ্টার মধ্যে কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবি জানিয়েছেন একদল লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এই সময়সীমা বেঁধে দেন তারা।

প্রকাশক মাহাবুবুর রহমান বলেন, কবি সোহেল হাসান গালিবকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আমরা আন্তর্জাতিক পর্যায়েও পিটিশন করব। আমাদের সংখ্যা দিয়ে বিচার করবেন না।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় থেকে সোহেল হাসান গালিবকে গ্রেফতার করে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি তাকে আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গালিবের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।

কর্মসূচিতে লেখক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, গালিবকে ধরে নিয়েছে পুলিশ, তাকে রিমান্ডেও নেয়া হয়েছে। এই কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা আজ এখানে জড়ো হয়েছি এবং প্রতিবাদ করছি। আমরা বলছি, গালিবকে যেন অবিলম্বে ছেড়ে দেয়া হয়।

কবি চঞ্চল আশরাফ বলেন, কবি সোহেল হাসান গালিব তো চুরি করেন নাই, দুর্নীতি করেন নাই। তবে তাকে কেন রিমান্ডে নেয়া হয়েছে? কত বড় বড় চোর, রাঘব বোয়ালেরা ঘুরে বেড়াচ্ছে; গালিবকে কেন গ্রেফতার করা হয়েছে?

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’ থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। কবিতাটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে গালিবের বিরুদ্ধে মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।

/এএম

Exit mobile version